২০১৬ সালের ঢাকার গুলশনে জঙ্গি হামলা হয়েছিল। আর তা নিয়ে ছবি তৈরি হয়েছে জোর তরজা। তরজার জেরে আইনি নোটিস পেলেন বলিউডের বিশিষ্ট নির্মাতা মহেশ ভাট। আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশের অবিন্তা কবীর ফাউন্ডেশন। কারণ একই বিষয় নিয়ে ছবি আটকে রয়েছে বাংলাদেশি সেন্সর বোর্ডের কাছে। বিনোদন জগতে এই সমস্যা তৈরি হওয়ায় হতাশ সিনেমাপ্রেমিরা।
অবিন্তা কবীর ফাউন্ডেশনের আইনজীবী জানান, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট, অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী গুল পনাগকে নোটিস পাঠানো হয়েছে। একইভাবে নোটিস পাঠানো হয়েছে বাংলাদেশের ছবি শনিবার বিকেল–এর নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী–সহ আরও দু’জনকে। নোটিসের প্রাপ্তিস্বীকার করেছেন অভিনেত্রী গুল।
উল্লেখ্য, ঢাকার ক্যাফেতে জঙ্গি হানায় নিহত অবিন্তা কবীরের পরিবারের সঙ্গে ছবি বানানোর অনুমতি চেয়ে কথা বলেন অনেক নির্মাতারা। যদিও নিহতের মা তাতে সম্মতি দেননি। মহেশ ভাট ঢাকা গিয়ে ওই ঘটনায় নিহত অনেকের পরিবারের সঙ্গে কথা বললেও অবিন্তার পরিবারের সঙ্গে কথা বলেননি।