লিড নিউজ

মহারাষ্ট্রে মহা নাটক!‌ অজিতের ইস্তফায় বিপাকে বিজেপি

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ফের পাওয়ার প্লে। এমন খেলা খেললেন যে তাতে শুধু ফড়নবিশই কাত হলেন না, একইসঙ্গে চিৎপাত হলেন মোদী–শাহ জুটি। নাটকের পরিবর্তে নাটক ফিরিয়ে দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। বিজেপি যে নাটক করে সরকার গড়েছিল, ঠিক একইরকম নাটক করে মহারাষ্ট্র ভূমিতে সরকার গড়ার রাস্তা প্রশস্ত করলেন শরদ পাওয়ার। চিত্রনাট্য তৈরি হয়েছিল দিল্লিতে। যার প্রয়োগ হয়েছিল মহারাষ্ট্রে। আর শরদের চালে তা ফের ফিরে গেল দিল্লিতে।
আস্থাভোটের আগেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অজিত পাওয়ার। দু’দিন আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া দেবেন্দ্র ফড়নবিশও ইস্তফা দিতে চলেছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর অজিতকে দলে ফেরাতে তৎপরতা শুরু হয় এনসিপিতে। অজিতকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে খবর ছড়ায়। সূত্রের খবর, এনসিপিতে ফিরতে পারেন অজিত পাওয়ার। ইতিমধ্যেই শিবির বদল করে নিজের দোষ–ত্রুটি শুদ্ধিকরণ করে আসেন অজিত। সোমবারই তাঁকে পুরনো দুর্নীতি মামলা থেকে মুক্ত করা হয়েছিল। আর আজ মঙ্গলবার তিনি ইস্তফা দিলেন।
ইস্তফার পরেই দফায় দফায় প্রথমে বিদ্রোহী ১৩ জন বিধায়ক এবং পরে অজিত পাওয়ারের সঙ্গে আলাদা করে বৈঠক করেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সেখানে তিনি অজিতকে দলে ফিরে আসার আর্জি জানান। শরদ কন্যা সুপ্রিয়া সুলের স্বামী সদানন্দও আলাদা করে অজিতের সঙ্গে দেখা করেন বলে খবর। তার পরেই মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন অজিত পাওয়ার। সেই বৈঠক থেকে বেরিয়েই পদত্যাগের ঘোষণা করেন তিনি। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে।