পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন রাতের বেলায় আলো জ্বলে, তখন দেখতে মোহময়ী লাগে এই পৃথিবীকে। মহাকাশ থেকে রাতের পৃথিবীর দৃশ্য আগেই ক্যামেরা বন্দি করেছিল নাসা। সেই সব ভিডিও নেটদুনিয়ায় আলোড়ন তুলেছিল। এ বার রাতের পৃথিবীর ছবি সম্বলিত ২০০ পাতার একটি বই সম্প্রতি প্রকাশ করেছে নাসা। এই বই প্রকাশের খবর বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছে নাসা। সেই ই বুকের নাম দেয়া হয়েছে ‘আর্থ অ্যাট নাইট’। নাসা জানায়, ১৪০ বছর আগে লাইট বাল্বের আবিষ্কারের পর থেকে মানুষ কী ভাবে সাজিয়ে তুলেছে রাতের পৃথিবীকে তা রয়েছে এই বইতে। সঙ্গে দুর্লভ ছবি।
নাসার দেয়া তথ্য অনুসারে ১৫০টিরও বেশি ছবি রয়েছে এই বইয়ে। গত ২৫ বছর ধরে তোলা ছবিগুলো সেই ইবুকে ঠাঁই পেয়েছে। ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও। কী ভাবে বিজ্ঞানীরা রাতের পৃথিবীতে পর্যবেক্ষণ করেছেন সে বর্ণনাও এই বইয়ে রয়েছে।
You must be logged in to post a comment.