লিড নিউজ

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দাদু–নাতনির মৃত্যু, রণক্ষেত্র

ট্রেনে কাটা পড়ে দাদু–নাতনির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বেলঘরিয়া। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলল রেল অবরোধ। ট্রেনে উঠে হামলাও চালানোর অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তাঁদের সঙ্গে পুলিশেরও বচসা বাঁধে বলে খবর। এই ঘটনায় শিয়ালদহ মেন শাখায় চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে শিয়ালদহ মেন লাইনের একটি ট্রেনের ধাক্কায় দাদু রাজকৃষ্ণ ধর ও তাঁর নাতনি জুঁই ধরের মৃত্যু হয়। দমদম–বেলঘরিয়ার মাঝে ঘটে এই দুর্ঘটনা। স্কুল থেকে বাংলা পরীক্ষা দিয়ে ফিরছিল ৮ বছরের বালিকা। লাইন পারাপারের সময় শিয়ালদহ রানাঘাট লোকালের ধাক্কায় মৃত্যু হয় দু’‌জনেরই। এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ট্রেন চলাচল আটকে দেন। দুটি দেহ তাঁরা আটকে রাখেন। পুলিশ পরে আশ্বাস দিয়ে দেহটি ময়নাতদন্তে পাঠায়।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপদের ঝুঁকি নিয়েই তাঁরা সেখানে রেললাইন পারাপার করেন। বহুদিন থেকে ফুট ওভারব্রিজের দাবি জানানো হলেও, তা তৈরির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলে তারা ট্রেনের মধ্যে উঠে মারামারি করতে থাকেন। যাত্রীদের সঙ্গেও বচসা লাগে। তবে আড়াই ঘণ্টা পরে স্থানীয়রা রেল অবরোধ প্রত্যাহার করে নেন। বেলা ১২.৩০টা নাগাদ অবরোধ তোলেন স্থানীয়রা। চালু হয় ট্রেন। ‌‌