ব্রেকিং নিউজ

মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত

সংশোধিত নাগরিকত্ব আইন থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াব না! এমনকী দেশের সব বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে এলেও তা সম্ভব নয়। যোধপুরের সভা থেকে এমনই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নাগরিকত্ব সংশোধিত আইন প্রত্যাহারের জন্য লাগাতার আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে ক্রমাগত ব্যাকফুটে যেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে অন্যান্য বিরোধীরাও বাংলার মুখ্যমন্ত্রীর পথে গর্জে উঠেছেন।
তাই যোধপুরের সভা থেকে সোজা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তাঁর মন্তব্য, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় নেমে আসলে ভোটব্যাংকের রাজনীতি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে ঘিরে বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্য, ‘‌মমতাদির কাছে জানতে চাই, শরণার্থীরা আপনার কী ক্ষতি করেছে? কেন আপনি এই আইনের বিরোধিতা করছেন? বাংলার শরণার্থী ভাইবোনদের বলছি, আপনারা প্রতারিত হয়ে এখানে এসেছেন। আর প্রতারিত হতে হবে না। সম্মানের সঙ্গে আপনাদের এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাদিকে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’‌
এদিন যোধপুরের সমাবেশ থেকে তিনি কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলে অভিযোগ করেন। তাঁর কথায়, ‌আমি অনুরোধ করছি দেশবাসীকে যে, নাগরিকত্ব সংশোধিত আইনের সমর্থনে ‘‌মিসড কল’‌ দিন। যার মাধ্যমে জবাব দেওয়া যাবে রাহুল বাবা, মমতা দিদি এবং কেজরিওয়ালের দলকে। ৮৮৬৬২ ৮৮৬৬২ নম্বরে মিসড কল দিন আপনাদের মোবাইল থেকে এই আইনের সমর্থনে।