অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন এনআরসি–এনপিআর নিয়ে। যার প্রথম বিরোধিতা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি নেমে এল অনুরোধে। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বাংলা এবং কেরলের মুখ্যমন্ত্রী। এমনকী তাঁরা রাজ্যে এনপিআর–এর কাজও বন্ধ রেখেছেন। ফলে প্রবল চাপের মুখে পড়ে এবার সুর নরম করে বাংলা এবং কেরলের মুখ্যমন্ত্রীকে এনপিআর নিয়ে কাজ শুরু করার অনুরোধ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমার বিনীত আবেদন দুই মুখ্যমন্ত্রীর কাছেই দয়া করে এমন পদক্ষেপ করবেন না, সিদ্ধান্তের পুনর্বিবেচনা করুন। এই এনপিআর গরীবদের কল্যাণে আসবে। দয়া করে গরীবদের উন্নয়নে যাতে বাধা না আসে, তাদের এখানে নিয়ে আসুন’।
সারা দেশের অনেক অংশের তুলনায় বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী হিংসা অনেক কম হয়েছে বলেও মন্তব্য করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যার জেরে অস্বস্তিতে পড়তে চলেছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট ২০২১ আদমসুমারির জন্য ৮ হাজার ৭৫৪ কোটি এবং এনপিআর পরিমার্জনায় ৩ হাজার ৯৪১.৩৫ কোটি খরচ করবে। কিন্তু সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এনপিআর নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না, পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত।’