করোনার থাবা থেকে বাদ পড়ল না ভারতের উত্তর–পূর্ব। মণিপুরের এক তরুণীর শরীরের কোভিড–১৯ পজেটিভ মিলেছে বলে খবর। এই প্রথম উত্তর–পূর্বের কোনও রাজ্যে করোনা আক্রান্তের খবর মিলল। মণিপুর সরকার সূত্রে খবর, ২৩ বছর বয়সি ওই মহিলা ব্রিটেনে পড়াশোনা করেন। সেখান থেকে ভারতে ফিরেছেন তিনি। তার পরেই তিনি কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত হন।
তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনা পরীক্ষার জন্যে তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবে। ওই মহিলার চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোয়রান্টাইন করা হয়েছে। সারা ভারতের মতো লকডাউনে রয়েছে মণিপুরও। কিন্তু এখন সেখানেও করোনা।
এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৪৭৬। মৃত্যু হয়েছে ৯ জনের। ৪৪৩ জনের শরীরে করোনাভাইরাস অত্যন্ত সক্রিয় বলে খবর। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ৮০টি শহর। রেল, মেট্রো এবং অন্যান্য যানবাহনও নিয়ন্ত্রণ করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এখন চিন্তা বাড়িয়ে দিল মণিপুর বলে মনে করা হচ্ছে।
