বিনোদন

ভেঙে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি

ভেঙে যাচ্ছে বহুল আলোচিত দেব-রুক্মিণী জুটি। এ পর্যন্ত রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রতিটিরই নায়ক ছিলেন দেব। তবে চিড় ধরেছে তাদের সেই রসায়নে। জানা গেছে, রুক্মিনী ‘সুইজারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমায় রুক্মিণীর নায়ক হবেন আবির চট্টোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা থেকেই রুক্মিণীর সব ছবি বের হয়েছে। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে রুক্মিণীর অভিনয়ে হাতেখড়ি। এর পর তারা অনেক ছবি উপহার দিয়েছেন।

সম্প্রতি দেবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী লিখেছিলেন– আমার একমাত্র হিরো দেব। এ পর্যন্ত যতগুলো সিনেমায় রুক্মিণী অভিনয় করেছেন, প্রতিটি ছবিরই নায়ক দেব। কিন্তু  ‘সুইজারল্যান্ড’ সিনেমার মধ্য দিয়ে নতুন নায়ককে বেছে নিচ্ছেন রুক্মিনী।