এবার উপত্যকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি চপার। সোমবার জম্মুর রিয়াসি এলাকায় ওই চপারটি ভেঙে পড়ে। সেখানে দু’জন পাইলট ছিলেন। তাঁরা নিরাপদে রয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে খবর। হঠাৎ এই কপ্টার ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ দুর্ঘটনায় পড়ে চপারটি। উড়ানের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কপ্টারে। দুই পাইলট তা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁরা সফল হননি। শেষ পর্যন্ত ওই কপ্টারটি ভেঙে পড়ে। তবে কপ্টারের দুই চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন সেনাবাহিনীর কর্তারা।
উল্লেখ্য, ‘চিতা’ গোত্রের ওই কপ্টারটি প্রথম ১৯৭৬ সালে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। আগেও উপত্যকায় এমন কপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু–কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে এমআই–১৭ শ্রেণির একটি কপ্টার। ওই ঘটনায় ছয় সেনা সদস্য–সহ সাত জনের মৃত্যু হয়।