শ্রীনগর হাসপাতাল থেকে ধরা পড়ল লস্কর–ই–তৈবার এক জঙ্গি। শনিবার সকালে এই খবর জানিয়েছে জম্মু– কাশ্মীর প্রশাসন। এই খবর সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে। আরও কেউ এমন গা ঢাকা দিয়ে আছে কিনা উপত্যকায়। সূত্রের খবর, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন অঞ্চল গা ঢাকা দিয়ে ছিল সন্ত্রাসবাদী নিসার আহমেদ দার। চিরুনি তল্লাশি চালানোর সময় শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল থেকে ধরা পড়ে সে। তাকে জেরা করা হচ্ছে। কোন নাশকতার ছক নিয়ে সে গা ঢাকা দিয়েছিল তা জানতে মরিয়া তদন্তকারীরা।
এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের উপর যে কোনও পদক্ষেপের জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনী বলে জানালেন দেশের নয়া সেনাপ্রধান এমএম নারভানে। বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, জম্মু–কাশ্মীর সহ সমস্ত সীমান্তে আমাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হতে পারে।
পাক অধিকৃত কাশ্মীরে বাড়তে থাকা জঙ্গি ঘাঁটি নিয়ে সেনাপ্রধান বলেন, ‘এই ধরণের পরিস্থিতিতে ভারতের সন্ত্রাসবাদের উৎসস্থলে গিয়ে হানা দেওয়ার অধিকার রয়েছে। ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি পাকিস্তানের কাছে একটি আকস্মিক বিষয়। তারা এটা আশা করেনি। যা হয়ে গিয়েছে তা আর ফেরানো যাবে না। পাকিস্তান এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে মুখ বাঁচাতে চাইছে। তবে পাকিস্তান বেশি দিন এই বিষয়টি চালিয়ে যেতে পারবে না।’
