খেলাধুলা

ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এশিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। রবিবার নাবীব নেওয়াজ জীবনের জোড়া গোলে স্বাগতিকরা জিতেছে ৪-১ গোলে। অন্য দুটি গোল এসেছে বিপলু আহমেদ ও রবিউলের কাছ থেকে। ৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘ই’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে জয়ের তৃপ্তি স্বাগতিকদের।