রাজ্য

ভিজতে চলেছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে

ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের উপকূলবর্তী–সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সোমবার রাতে বৃষ্টি হয়েছে কলকাতা–সহ বেশ কয়েকটি এলাকায়। বৃষ্টি হয়েছে কলকাতা–সহ সংলগ্ন জেলায়। এবার সেই সম্ভাবনা আরও বাড়তে চলেছে। কারণ নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে। এই উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভিজতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা–সহ দক্ষিণবঙ্গ।
ওই নিম্নচাপটি বর্তমানে রয়েছে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। তার জেরে বেশ বৃষ্টি হবে ওড়িশায়। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলিও। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হবে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর–সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার আকাশ আজ মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে অস্বস্তি কমবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ৪৫–৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।