রাজ্য

ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের প্রস্তাব

কলকাতা পোর্ট ট্রাস্টের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি জানালন সুব্রহ্মণ্যম স্বামী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদল করে রানি লক্ষ্মীবাই করার দাবি করেছেন তিনি। সেই দাবি নিয়ে তিনি একটি টুইট করেন। তিনি টুইটে লেখেন, কলকাতায় নমোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যা আমরা ইতিহাসের পর্যালোচনা করতে পারি। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নাম রাণী ঝাঁসি স্মারক মহল নামে নামকরণ করে তাঁর বক্তব্যকে কার্যকর করা দরকার। ১৮৫৭ সালে রাণী ঝাঁসিকে বিশ্বাসঘাতকা করে ভারত দখল করেছিলেন রাণী ভিক্টোরিয়া। তারপর ৯০ বছর ধরে ভারত লুঠ করেন।
প্রধানমন্ত্রী কলকাতা বন্দরের নতুন নাম দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। তিনি আরও জানান যে, কলকাতা বিমানবন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। পোর্ট শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস। সত‍্যাগ্রহ থেকে সচ্ছাগ্রহ দেখেছে। নিউ ইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে। এবার প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েই তাঁর দাবি জানান, সুব্রহ্মণ্যম স্বামী। তার তাতেই বিতর্ক ছড়িয়ে পড়েছে বলে খবর।
নেটিজেনরা এই প্রস্তাবকে তুলোধনা করে জানান, রাণী ঝাঁসি স্মারক মহল কেন হবে?‌ এটা তো মাতঙ্গিনী হাজরা করলে কেমন হয়?‌ আবার কেউ লিখেছেন এটা ঐতিহাসিক স্মৃতিসৌধ। নাম পরিবর্তন করে কাজ দেখানোর দরকার নেই। আবার অনেকে সুব্রহ্মণ্যম স্বামীর মাথার ঠিক নেই বলে কটাক্ষ করেছেন।