সকাল থেকেই আকাশের মুখ ভার। একাদশীর কাকভোর থেকেই কলকাতা–সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও নাগাড়ে কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। দফায় দফায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের খবর মিলেছে সর্বত্র।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবারের মতো বৃহস্পতিবারেও গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টি হবে। বৃষ্টির গতি কমবে শুক্রবার থেকে। তবে রবিবারের আগে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখবার আশা নেই। পুজোর পর একাদশীতেও রাজ্যের প্রায় সর্বত্র মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জের চলতে পারে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
এদিকে রবিবার থেকেই মিলতে পারে শরতের আসল আমেজ। কলকাতা–সহ দক্ষিণবঙ্গ থেকে বর্ষা সাধারণত পুরোপুরি বিদায় নেয় ১৫ অক্টোবর। কিন্তু এই বছর উত্তর–পশ্চিম ভারতে মৌসুমী বায়ুর গতি স্বাভাবিকের থেকে মন্থর হওয়ায় বর্ষা এখনও রয়ে গিয়েছে রাজ্যে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনাতেও। এছাড়া পূর্ব–পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর। তার জেরেই কলকাতা– সহ দক্ষিণবঙ্গে এখনও রয়ে গিয়েছে বৃষ্টিপাতের দাপট। বৃষ্টিতে এমনিতেই তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। ওড়িশা সংলগ্ন এলাকা ও উত্তরবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। আজও উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টা রাজ্যের সব জেলায় বজ্রগর্ভ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।