আন্তর্জাতিক

ভারতের সুপ্রিম কোর্টে রাষ্ট্রপুঞ্জ!‌

নাগরিকত্ব সংশোধিত আইন এবার বাড়াবাড়ির জায়গায় পৌঁছল। কারণ এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান। যার তীব্র বিরোধিতা করেছে দিল্লি। এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং কোনও বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারে না বলে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে হস্তক্ষেপ করতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সংস্থা। মঙ্গলবারই আবেদন দাখিল করা হবে বলে খবর। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকারের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট সোমবার জেনিভায় হস্তক্ষেপের আবেদনের বিষয়ে ভারতকে জানিয়েছে। তবে সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারতীয় সংসদের আইন প্রণয়নে সার্বভৌম অধিকারের বিষয়। ভারতের সার্বভৌমত্বের বিষয় নিয়ে কোনও বিদেশি শক্তির আদালতে যাওয়ার অধিকার নেই।
তিনি আরও বলেন, ‘‌আমরা এটা স্পষ্ট করে দিতে চাই সিএএ প্রাতিষ্ঠানিকভাবে বৈধ। দেশভাগের ট্র্যাজেডির সময় থেকে তৈরি হওয়া মানবাধিকার সংক্রান্ত সমস্যাকে সম্মান জানিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি রক্ষা হয়েছে এখানে। আমি আশাবাদী যে, আমাদের আইনগত অবস্থানকে রক্ষা করবে সুপ্রিম কোর্ট।