ভারতের করা ১৭৪ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রানে। দ্বিপক চাহার ও শিভাম দুবের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের সহজ জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ধরে রেখেছে ঘরের মাঠে চার বছর ধরে তিন ম্যাচের সিরিজে না হারার রেকর্ড। শুরুতে ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজও বাংলাদেশ ক্রিকেটাররা কঠিন ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু ‘নবীন মাঝি’ নাঈম শেখ দলের হাল ধরেন। বাংলাদেশ শেষ পর্যন্ত হারে ৩০ রানের ব্যবধানে। ভারতের মাটিতে তাই প্রথমবার সিরিজ জয়ের গন্ধ পেয়েও শিরোপা ছোঁয়া হলো না টাইগারদের। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে তুলে নেয় বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই অন্য ওপেনার শেখর ধাওয়ান ফিরে যান। ভারতের রান তখন ৩৫। একই ওভারে শূন্য রানে ব্যাট করা শ্রেয়াস আয়ারের ক্যাচ মিস করে বোলিংয়ের মোমেন্টাম হাত ছাড়া করেন তরুণ আমিনুল ইসলাম। সেই শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল ৫৯ রানের বড় জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের হাত থেকে দূরে নিয়ে যান। শ্রেয়াস আয়ার তিন চার এবং পাঁচ ছক্কায় খেলেন ৩৩ বলে ৬২ রানের ইনিংস। তিনে নামা কেএল রাহুলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫২ রান। ভারতের হয়ে দিপক চাহার ৩.২ ওভারে মাত্র ৭ রান খরচা করে নেন ৬ উইকেট। টি-২০ ফরম্যাটের সেরা বোলিং ফিগারের রেকর্ড নিজের করে নেন তিনি। নিজের তৃতীয় ওভারের শেষ বলে উইকেট নেওয়া চাহার নিজের চতুর্থ এবং বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেন।
সম্পর্কিত খবর
ভূখণ্ড নিয়ে তরজায় ভারত–নেপাল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সম্প্রতি চিন মাউন্ট এভারেস্টের দাবি করে বসেছিল। এবার হিমালয়ের বুক চিড়ে লম্বা রাস্তা নির্মাণ করেছে ভারত। এই রাস্তা তৈরিতে আপত্তি জানিয়েছে নেপাল।
ভারত–চিন নয়া সমঝোতা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
আবার নতুন সমঝোতা। পূর্ব লাদাখের বিতর্কিত সীমানায় দু’দেশের কেউই আর নতুন করে সেনা পাঠাবে না।
সীমান্তে আপৎকালীন এয়ারস্ট্রিপ ভারতের
Posted on Author নিজস্ব সংবাদদাতা
শনিবার বৈঠক হওয়ার কথা থাকলেও তাতে কতটা সমস্যা মিটবে তা নিয়ে সন্দিহান নয়াদিল্লি। তাই জরুরি ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরে এয়ারস্ট্রিপ তৈরি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।