বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের ভারত সফর বাতিল করা হয়েছিল। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় আসবেন তো? কারণ নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশ সফর বাতিল করছেন বলে খবর মিলেছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
বাংলাদেশ–ভারত সীমান্ত নিরাপত্তার আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় সীমান্ত–হত্যাকাণ্ড। মাঝে কিছুটা কমলেও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশির মৃত্যু এখন আবার বেড়েছে। মানবাধিকার সংস্থা আইনের হিসাবে দেখা গিয়েছে, ২০১৯ সালে বাংলাদেশ–ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ৩৭ জন এবং শারীরিক নির্যাতনের কারণে ৬ জন–সহ মোট ৪৩ জন প্রাণ হারিয়েছেন।
ভারতে নাগরিকত্ব আইন নিয়ে অশান্তি চলছে। সেই প্রসঙ্গও তোলা হয়। ড. মোমেন বলেন, ‘আমি ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলাকে বলেছি, আপনাদের দেশের অনেক ইস্যু আছে যেগুলো আমাদের দেশে অনেক সময় চিন্তার কারণ হয়। উদ্বেগ হয় আমাদের জনগণের এবং সেসব নিয়ে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের অসুবিধার সৃষ্টি হয়।’