অবশেষে দেশের দ্বিতীয় নোভেল করোনাভাইরাস আক্রান্তের খবর মিলল কেরলে। প্রথম আক্রান্তের খবর মিলেছিল কেরলেই। এই নিয়ে দ্বিতীয় আক্রান্তের খবর মিলল ভারতে। তিনদিনের মাথায় ফের কেরলেই আর এক রোগীর শরীরে মিলল নোভেল করোনাভাইরাস। গত ২৪ জানুয়ারি ওই রোগী চীন থেকে দেশে ফিরেছিলেন। তাঁকে আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ হাসপাতালের পৃথক ওয়ার্ডে কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল। ওই রোগী প্রায়ই চীন যাতায়াত করতেন।
সূত্রের খবর, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীন থেকে ভারতে এসেছেন। এর পর তাঁর দেহে নোভেল করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তাঁকে কেরলের একটি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। হাসপাতালের অন্যান্য রোগীর থেকে দুরে রাখা হয়েছে। আক্রান্তের নাম প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রবিবার একথা জানানো হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, ওই রোগীর শারীরিক পরীক্ষার রিপোর্ট পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার কেরলেই দেশের প্রথম নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল।
উল্লেখ্য, এর আগে নোভেল করোনায় আক্রান্ত হয়ে চীনের উহান থেকে ফিরে আসেন এক তরুণী। চীন–ফেরত ওই তরুণীকে কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মেলার পরে রোগ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। চীনের উহান থেকে ৩২৩ জন ভারতীয় এবং মালদ্বীপের সাতজন নাগরিককে নিয়ে রবিবার সকালেই দিল্লিতে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমান। ভোর ৩.১০ নাগাদ উহান থেকে ছেড়েছিল বিমান।
