অর্থনীতি আন্তর্জাতিক

‘ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করে না’

বাণিজ্য ক্ষেত্রে ভারত তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেন না। ভারতে আমরা ভাল আচরণ পাই না। সফর শুরুর আগেই বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে যে বাণিজ্য চুক্তির আশা ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে তা হবে কিনা তাও স্পষ্ট নয়৷
তাঁর এমন মন্তব্যে কার্যতই অস্বস্তিতে সাউথ ব্লক। আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়াকে নিয়ে দু’দিনের ভারত সফরে আসছেন। তাঁর উপস্থিতিতে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি হওয়ার কথা। কিন্তু মতানৈক্য ধরা পডেছে দু’দেশের মধ্যে। দিল্লি চায় ভারতীয় ইস্পাত–অ্যালুমিনিয়াম পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করুক ওয়াশিংটন। বিনা শুল্কে মার্কিন বাজারে নির্দিষ্ট কিছু ভারতীয় পণ্যকে ঢুকতে দেওয়া হোক। ভারতে স্বাধীনভাবে কৃষিজাত পণ্য এবং চিকিৎসা যন্ত্রাংশের ব্যবসা করতে চায় মার্কিন সরকার। ডিজিটাল পণ্য–সহ তাদের একাধিক পণ্য থেকে ভারত শুল্ক প্রত্যাহার করুক, এমনটাও দাবি তাদের। অতীতে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প।
ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে এখনই সই করছে না আমেরিকা। ভারত সফরে আসার আগে তেমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘‌ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হওয়ার কথা। তবে সেই বড় চুক্তি পরে করার জন্য সরিয়ে রাখছি। ‌আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করব। জানি না, নির্বাচনের আগে তা হবে কিনা।’ প্রিন্স জর্জ কাউন্টিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করে না।’