খেলাধুলা

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির করা গোলে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। এই এক গোলই তাদের জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।ম্যাচের রংটা অবশ্য ভিন্ন হতে পারত। শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ঠিক তার তিন মিনিট পরেই পেনাল্টি পায় আলবেসেলেস্তেরা। মেসির শট প্রথমে ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ফিরতি বল পেয়ে যান মেসি। এবার আর গোল করতে ভুল করেননি তিনি। ওই পেনাল্টি মিসের খেসারত ম্যাচ হেরেই দিয়েছে সেলেকাওরা। কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হারের জ্বালা সহ্য করতে না পেরে দুর্নীতির অভিযোগ এনেছিলেন মেসি। সেই মন্তব্যের জেরে কনমেবল মেসিকে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়। সৌদি আরবের রিয়াদে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষেই মাঠে ফেরেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। প্রীতি ম্যাচটা তার জন্য হয়ে ওঠে প্রতিশোধের। পুরো ম্যাচে ব্রাজিল ৬৬ ভাগ বল তাদের পায়ে রাখে। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে পছন্দ করা আর্জেন্টিনা মাত্র ৩৪ ভাগ বল নিয়ন্ত্রণে নিয়ে খেলে।