সীমান্তের একদিকে পাকিস্তানের নাশকতার ছক, অন্যদিকে চীনের দখল করে নেওয়ার মানসিকতা। এই পরিস্থিতির মোকাবিলায় এবার বড় পদক্ষপ করল ভারত। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন। এই খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাকিস্তানে। ফলে তাদের ওপর চাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের থেকে আধুনিক এই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া যায় মাটি থেকেও।
ডিআরডিও সূত্রে খবর, সোমবার সকালে এটির সফল পরীক্ষা করা হয় ওড়িশা উপকূল থেকে। ২০১৯ সালে ৪৫০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। এই ক্ষেপনাস্ত্রের মধ্যে রয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম ও রাশিয়ার তৈরি ‘সিকার’। শব্দের থেকে বেশি গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটিকে নিখুঁত নিশানায় আঘাত করতে সাহায্য করে।
এই ক্ষেপনাস্ত্রের বিশেষত্ব হল ভূমির পাশাপাশি সমুদ্রে যুদ্ধজাহাজ থেকেও এটি ছোঁড়া যায়। ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসে যে পরিমাণ জ্বালানি লাগে সেই একটি পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে ৪৫০ কিলোমিটার রেঞ্জের জন্য। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের বিশেষ ক্ষমতা হল টার্গেটকে নিজে নিজেই খুঁজে নিতে পারে। সর্বাধিক ১৫ কিলোমিটার উচ্চতার পাশাপাশি মাটি থেকে ১০ মিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র।