রাজ্য

বৃষ্টির পর জাঁকিয়ে ঠান্ডা, নামবে পারদ

বড়দিনের আনন্দ কি ভেস্তে দিতে পারে বৃষ্টি? কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ফের একবার নামতে শুরু করবে পারদ। উপভোগ করা যাবে কনকনে ঠান্ডা। সোমবারের থেকে তাপমাত্রা কিছুটা কমলেও ওপরের দিকেই থাকছে পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি। এটাকে স্বাভাবিক বলা হচ্ছে।
এদিকে কলকাতার মতোই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। উত্তরবঙ্গে অবশ্য কনকনে শীতের আমেজ রয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩.‌৪ ডিগ্রি সেলসিয়াসে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপট। যার ফলে শনিবার কৃষ্ণনগর সহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ হয়। কলকাতাতেও জাঁকিয়ে পড়েছিল শীত। তবে রবিবার থেকে মেঘ এবং কুয়াশার জেরে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কিছুটা কমেছে শহরে। আর এই কারণে শহরে বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না শহরে।
মৌসম ভবন সূত্রে খবর, বিহার ও সংলগ্ন অঞ্চলও কুয়াশায় ঢেকে রয়েছে। এই কারণে সেখানেও তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। এর প্রভাবে মঙ্গল, বুধবারে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশও দিনভর মেঘলা থাকবে। শুক্রবার আকাশে হালকা মেঘ, কুয়াশা থাকবে। তবে তাপমাত্রা নামতে শুরু করবে। হাওয়ায় আসবে কনকনে ভাব। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। শনিবার পারদ আরও নিম্নমুখী হবে।
বৃহস্পতিবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা , হাওড়া, দুই ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ফের একবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মাঝে বড়দিন কাটবে হালকা শীতে।