লিড নিউজ

বুধবার মহারাষ্ট্রের আস্থা ভোট, করতে হবে লাইভ টেলিকাস্ট

বুধবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট করতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। তবে গোপন ব্যালটে ভোট হবে না। প্রোটেম স্পিকার নিযুক্ত করতে হবে। তিনি শপথগ্রহণ করানোর পর বিকেল পাঁচটায় হবে আস্থা ভোট। আস্থা ভোটের লাইভ টেলিকাস্ট করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এই রায়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে। প্রথমে রাজ্যপাল ভগত্‍‌ সিং কোশিয়ারি অবিলম্বে একজন প্রোটেম স্পিকার নিযুক্ত করবেন। বিকেল পাঁচটার মধ্যে বিধায়কদের শপথগ্রহণ শেষ করবেন। তার পরই হবে আস্থা ভোট। এই রায় দিয়েছেন বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ।
এদিনও কংগ্রেস–এনসিপি’‌র আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং শিবসেনার আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন। যা মানতে নারাজ সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ সওয়ালের শুরুতেই তিনি দু’টি চিঠির প্রতিলিপি তুলে দেন বিচারপতিদের হাতে৷ একটি চিঠিতে গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এখন দেখার কোন পক্ষ সঠিক দাবি করেছিলেন।
আর ফড়নবিশের হয়ে সওয়াল করতে গিয়ে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি অভিযোগ করেন, এটি পারিবারিক শত্রুতার ঘটনার একটি উদাহরণ৷ একজন পাওয়ার (অজিত) আমার সঙ্গে আছেন, অন্য পাওয়ার (শরদ) অন্য পক্ষে আছেন৷ আমি রাজ্যপালের কাছে গিয়েছিলাম ১৭০ জন বিধায়কের সমর্থন নিয়ে৷ কেউ বলেননি বিধায়কদের সমর্থনের চিঠি জাল৷ আসলে অন্য পাওয়ার (শরদ) ও তাঁর সহযোগীরা চেষ্টা করছেন ঘোড়া কেনাবেচা করতে৷ রাজ্যপালকে আক্রমণ পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত৷ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায় না৷