দেশ

বিরোধীদের ঠুকলেন অমিত শাহ

দলীয় সভা থেকে নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে বিরোধীদের আরও একবার আক্রমণ শানালেন অমিত শাহ। মনে করিয়ে দিলেন দেশের কারও নাগরিকত্ব যাবে না। ভুবনেশ্বরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন বিহার, বাংলা, ওড়িশার মুখ্যমন্ত্রীরা।
বৈঠকের পর ভুবনেশ্বরে দলীয় সভায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। তিনি জানান, সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। বিএসপি, এসপি, বামপন্থী, কংগ্রেস এবং মমতা দিরা সিএএ’‌র বিরোধিতা করছেন। ওরা বলে বেড়াচ্ছে, সিএএ নাগরিকত্ব কেড়ে নেবে। কিন্তু কেন ওনারা মিথ্যা বলছেন? সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
অথচ এই নিয়েই উত্তর–পূর্ব দিল্লিতে হিংসার সূত্রপাত। কিন্তু নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে অবস্থান বদলাতে নারাজ কেন্দ্রীয় সরকার। আগেও একাধিকবার বলেছেন, বিরোধিতা হলেও সিএএ প্রত্যাহারের সম্ভাবনা নেই। এবারও পরোক্ষভাবে বিরোধীদের কাঠগড়ায় তুলে যেন সেই কথাটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।