বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হল রাজ্য বিধানসভা এবং পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও। বঙ্গবন্ধুর ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও মুজিবরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাজ্য বিধানসভায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ। বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের প্রস্তাব তুলেছিলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। তিনি মুজিবর রহমানের একটি ছবি, মালা, ফুল নিয়ে বিধানসভায় হাজির হন। এদিন বিধানসভার লবিতে অসিতের আনা বঙ্গবন্ধুর সেই ছবিতেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু মুজিবর রহমানকে নিয়ে একটি তথ্যচিত্রও প্রকাশ করা হয়।
বঙ্গবন্ধুর শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী এবং আমার ঢাকা যাওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান বাতিল হয়েছে। ভারত–বাংলাদেশের সম্পর্ক আজকের নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলার মানুষ এবং ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয়। করোনার কারণে আমার মন ভারাক্রান্ত। আমি চাই এই দেশের মানুষ, বিশ্বের মানুষ ভালো থাকুন।’