লিড নিউজ

বিধানসভা নির্বাচনে আসছে কিউআর কোড

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা এবং তাঁদের দ্রুত শনাক্ত করতে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপকরণ অন্তর্ভুক্ত করতে চলেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। ২০২০ সীলের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে এই প্রযুক্তিগত উপকরণের অন্তর্ভুক্তি নিয়েই এখন জোর জল্পনা।
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, দেশের মধ্যে দিল্লিই প্রথম যেখানে প্রতিটি ভোটকেন্দ্রে ‘বুথ অ্যাপ’ ব্যবহার করা হতে পারে। ভোটার স্লিপে কিউআর কোড ব্যবহৃত হতে পারে। এক আধিকারিকের কথায়, এই সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবনটি ভোটারদের কিউআর (কুইক রেসপন্স) কোড রিডিংয়ের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে দ্রুততর করবে। এমনকী নির্দিষ্ট ভোটারকে শনাক্ত করতেও সহায়তা করবে।
সূত্রের খবর, ভোটারদের হেল্পলাইন অ্যাপ থেকে কিউআর কোড ডাউনলোড করতে বুথগুলিতে মোবাইল ফোন বহন করার অনুমতি দেওয়ার বিষয়েও একটি প্রস্তাব বিবেচিত হচ্ছে। যদি কোনও ভোটার স্লিপ আনতে ভুলে যান তবে যোগ করা হয়, মোবাইলে আসা কিউআর কোডটি স্ক্যান করার পরে ফোনটি জমা নেওয়া হবে। সূত্রটি স্পষ্ট করে জানিয়েছে, এটি এখনও পর্যন্ত শুধুমাত্র একটি প্রস্তাব হিসাবে বিবেচিত হচ্ছে। তবে এই প্রযুক্তি সফল হলে সব বিধানসভা নির্বাচনে কিউআর কোড চালু করা হতে পারে।