বিনোদন

বিচারের দাবিতে সরব জয়া, মিমি

হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরব হয়েছেন। সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযুক্ত চারজনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। ‘ধর্ষকদের সাধারণ মানুষের মাঝে আনা হোক, তারপর পিটিয়ে মেরে ফেলা হোক।’-এমনটাই দাবি করেছিলেন তিনি। এবার সরব হলেন অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি বলেন, শুধুমাত্র দ্রুত শাস্তি নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে। মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, যাতে ধর্ষক ধর্ষণ করার আগে ১০০ বার ভাবা উচিত। এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়। নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।

গত বুধবার (২৭ নভেম্বর) রাতে হায়দ্রাবাদের পশুচিকিৎসককে ধর্ষণ এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভয়াবহ ঘটনার কথা অভিযুক্তরা স্বীকার করেছে বলে জানা গেছে। এই ঘটনার দু’দিনের মধ্যে প্রায় একই জায়গায় আরও একটি দগ্ধ নারীর মরদেহ উদ্ধার হয়।