বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লেবানন। হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। শুক্রবার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা এ ধরনের কর আরোপের তীব্র সমালোচনার পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং জীবনমানের অবনতির জন্য প্রধানমন্ত্রী সাদ হারিরি-র সরকারের পদত্যাগেরও দাবি করেন। গণবিক্ষোভের তীব্রতায় ইতোমধ্যেই কানাডা ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। উভয় দেশই জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া আল হাসান বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন লেবাননের প্রধানমন্ত্রী
Posted on Author নিজস্ব সংবাদদাতা
টেলিভিশনে দেওয়া এক ভাষণে হারিরি বলেন, তিনি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছ তার এবং তার সরকারের পদত্যাগপত্র জমা দেবেন।
নবান্ন অভিযান নিয়ে ধুন্ধুমার
Posted on Author নিজস্ব সংবাদদাতা
তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ সঙ্গে সঙ্গে ইব্রাহিম–সহ ৫ জনকে টেনে–হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলে। পতাকা নিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন ডিওয়াইএফওয়াই কর্মীরা।
রেশন দুর্নীতি নিয়ে ধুন্ধুমার রাজ্যজুড়ে
Posted on Author ডেক্স রিপোর্টার
অতি খারাপ মানের চাল দিচ্ছেন রেশন ডিলার। আর এই অভিযোগে মুর্শিদাবাদের লালগোলায় বিক্ষোভ দেখান গ্রাহকরা।