সাতসকালেই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল কোয়েম্বাটোরে। প্রাণ গেল অন্তত ২০ জনের। একটি কন্টেনার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে কেরল সড়ক পরিবহণের একটি বাসের। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর ইরোডের দিকে যাওয়া কেরল সরকারের একটি বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসে ৪৮ জন যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, কোয়েম্বাটোরের তিরুমুগানপুনদি এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক–সহ ২০ জনের। পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি বেঙ্গালুরু থেকে এরনাকুলাম যাচ্ছিল। বাসে ছিলেন ৪৮ জন যাত্রী। আর ফ্লোর টাইলস বোঝাই কন্টেনার ট্রাকটি কোচি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। অবিনাশি–সালেম বাইপাসে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের সূত্রে পাওয়া খবর, ট্রাকের চালক কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে তা সজোরে ধাক্কা মারে বাসটিতে। অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার প্রবল বেগে আসা ট্রাকটির চাকা আচমকা ফেটে যায়। তাই টাল সামলাতে না পেরে সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাসের ডান দিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত। চালকের আসনটা চেনাই যাচ্ছে না। দুর্ঘটনার আঘাতে বাসটাও সড়কের ধারে হেলে রয়েছে। ট্রাকের চালক পলাতক।