বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা পেরিয়ে আজ রবিবার সকালবেলা সাতক্ষীরা ও দেশের দক্ষিণ-পশ্চিম অংশে আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ভোর পাঁচটায় ‘বুলবুল’ সুন্দরবনের কাছ থেকে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ‘বুলবুল’। বিবিসি সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে খুলনা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় এই মূহুর্তে বৃষ্টি এবং প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর আগে রাত তিনটা থেকে খুলনা এবং সুন্দরবন সংলগ্ন দাকোপ, পাইকগাছা, কয়রা এবং শ্যামনগর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় যা এখনো চলছে।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাংলাদেশের পটুয়াখালী মির্জাগঞ্জে ঝড়ে গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম হামেদ ফকির (৬৫)। তিনি পেশায় জেলে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের সময় দেশটির খুলনার দাকোপ ও দিঘলিয়া উপজেলায় গাছচাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও ঝড়ে কয়রা উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।