খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না কোহলি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি। গত মার্চ থেকে টানা ম্যাচ খেলছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় মনে করছে বিসিসিআই। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘টানা খেলছে সে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে তাই বিশ্রাম দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ (গত মার্চে), আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা খেলা কোহলির একটা বিশ্রাম দরকার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও কোহলি টেস্ট সিরিজে থাকবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতীয় অধিনায়ক বড় দৈর্ঘ্যের কোনো ম্যাচ হাতছাড়া করতে চান না।