বাংলাদেশ বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে ২০২১ সালের মধ্যেই ফাইভজি

বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ২০২১ সালেই সরকার পঞ্চম প্রজন্মের প্রযুক্তিসেবা বা ফাইভজি চালু করতে চায়। বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আয়োজিত ‘ফাইভজি ইন বাংলাদেশ’ সেমিনারে তিনি এ কথা জানান। ফাইভজি চালুর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ফাইভজি চতুর্থ শিল্পবিপ্লবের মহাসড়ক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফাইভজির মহাসড়ক যথাসময়ে নির্মাণ করা সম্ভব হবে কি-না। ফাইভজির চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। গাইডলাইন তৈরি করতে হবে। সবার মতামত নিয়ে এই নীতিমালা করতে হবে, যেন কোথাও কোনো সমস্যা না হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়।