বাংলাদেশে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) সাদিয়া আখতার পিংকী। জানা যায়, সাদিয়া আক্তার পিংকী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বেসরকারি ফলে ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭৪১ ভোটের ব্যবধানে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসাবে তিনি বিজয়ী হয়ে ইতিহাস রচনা করেন। পিংকী তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, কোটচাঁদপুর উপজেলার ভোটাররা তাকে ভালবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসাবে এই ভালবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ নভেম্বর দেশটির মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের ‘লিঙ্গ পরিচয়কে’ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ভোটার ফরমে লিঙ্গ পরিচয়ের ঘরে নারী ও পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ঘর রাখে নির্বাচন কমিশন।
সম্পর্কিত খবর
ব্যাঙ্কের গভর্নর পদের বয়সসীমা বাড়াতে সংসদে বিল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এবার বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নরের পদে থাকার বয়সসীমা বাড়াতে চলেছে শেখ হাসিনা সরকার। তাই পদ্মাপারের জাতীয় সংসদে বিল পেশ করা হয়েছে।
বাংলাদেশ সফরে পাঁচ চুক্তিতে সাক্ষর ভারতের
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তিতে সাক্ষর করেছে ভারত।
মিয়ানমারকে আরও ৫০ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মিয়ানমারকে আরও ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ