বাংলাদেশ

বাংলাদেশে জনপ্রতিনিধি হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

বাংলাদেশে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) সাদিয়া আখতার পিংকী। জানা যায়, সাদিয়া আক্তার পিংকী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বেসরকারি ফলে ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭৪১ ভোটের ব্যবধানে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসাবে তিনি বিজয়ী হয়ে ইতিহাস রচনা করেন। পিংকী তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, কোটচাঁদপুর উপজেলার ভোটাররা তাকে ভালবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসাবে এই ভালবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ নভেম্বর দেশটির মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের ‘লিঙ্গ পরিচয়কে’ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ভোটার ফরমে লিঙ্গ পরিচয়ের ঘরে নারী ও পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ঘর রাখে নির্বাচন কমিশন।