খেলাধুলা বাংলাদেশ

বাংলাদেশ সফরে আসছেন মারাদোনা?

বাংলাদেশে আসছেন ফুটবলের যাদুকর?‌ এই প্রশ্নই এখন চর্চিত হচ্ছে ঢাকার আকাশে–বাতাসে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনা বলে শোনা যাচ্ছে। যদিও এই প্রশ্নের উত্তর সাংবাদিকদের দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাহউদ্দিন।
উল্লেখ্য, কিংবদন্তী আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারকে ঢাকা নিয়ে আসার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সালাহউদ্দিন জানিয়েছিলেন, একই এজেন্টের সঙ্গে এই বিষয়ে কথা চলছে। তবে মারাদোনার ব্যস্ততার কারণে আসার সম্ভাবনা নিশ্চিত করা যাচ্ছিল না।
বুধবার বিএফএফ সভাপতি জানান, মারাদোনা আসছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে সবুজ সংকেত পেলেই এই বিষয়ে স্পষ্ট তথ্য জানানো সম্ভব। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৬টি দেশ– বাংলাদেশ, শ্রীলঙ্কা, কিরঘিজস্তান, কম্বোডিয়া এবং লাওস।