বাসন্তী রঙের শাড়ির সঙ্গে তরুণীরা সাজবে বাহারি রঙের ফুল দিয়ে। ভালোবাসার বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে ভ্যালেন্টাইনস ডে। শাড়ি–চুড়ির সঙ্গে মিলিয়ে গোলাপ কিনতে সঙ্গে দুই বন্ধুকে নিয়ে শাহবাগ এসেছেন ধানমন্ডির সিন্থিয়া। তাঁর কথায়, সকালেই বেরিয়ে পড়ব। তাই আগে থেকে সব কেনাকাটা শেষ করে রাখছি। বাকি কেবল ফুল। তাই শাহবাগে ছুটে আসা।
জানা গিয়েছে, মানুষের ঢল নামতে থাকে শাহবাগ ফুল মার্কেট ঘিরে। নারায়ণগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, নরসিংদি, গাজিপুর, মুন্সিগঞ্জ–সহ আশপাশের ফুল ব্যবসায়ীরাও ফুল নিতে আসেন শাহবাগ পাইকারি ফুল মার্কেটে। একদিনে ১৫ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন এখানের ব্যবসায়ীরা।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রতিটি ১২ টাকার গোলাপ বিক্রি হচ্ছে ১৫ টাকায়। প্রতিটি গোলাপ ২০ টাকা বিক্রি হচ্ছে। দোকান থেকে আশপাশের এলাকার খুচরো ব্যবসায়ীরাও ফুল কিনে নিয়ে যান। সেক্ষেত্রে প্রতিদিনই এই মার্কেটে আসতে হয়। এবারে ফুল বিক্রির টার্গেট দু’লাখের কাছাকাছি।