বিনোদন

বব ডিলানের জীবনী নিয়ে চলচ্চিত্র

নোবেল জয়ী সঙ্গীতশিল্পী বব ডিলানের জীবনী নিয়ে ছবি নির্মাণ করছেন ‘ফোর্ড ভার্সাস ফেরারি’ খ্যাত পরিচালক জেমস ম্যানগোল্ড। ছবিতে টিমোথি চালামেটকে যুবক ডিলানের চরিত্রে দেখা যেতে পারে। টিমোথি বর্তমানে ‘লিটল উইমেন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর পর লন্ডনে ‘ফোর থাউজেন্ডস মাইলস’ ছবির কাজ করবেন। এ বছর ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’ ছবিরও কাজ করবেন নায়ক। বব ডিলানের ছবি নিয়ে তার সঙ্গে নির্মাতারা কথাবার্তা চালাচ্ছেন। ডিলান নিজেই ছবিটি নিয়ে ম্যানগোল্ডের সঙ্গে কথা বার্তা বলছেন। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবির সম্ভাব্য নাম হতে পারে ‘গোয়িং ইলেক্ট্রিক’। ভেরিটাস এন্টারটেইনমেন্ট, ম্যানগোল্ডের সাথে ছবিটি প্রযোজনা করছেন ডিলানের দীর্ঘ সময়ের ব্যবস্থাপক জেফ রোজেন।