সাতসকালে ফের বন্দুকবাজের হামলায় তপ্ত হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বন্দর পার্ল হারবারে হামলা চালালো বন্দুকবাজ। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। তবে বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলে খবর। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটে, অর্থাৎ ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় এই হামলা হয়েছে। এই ঘটনার পর বন্দরটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা বন্দর ঘিরে ফেলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় তিনি তাঁর অফিসে কম্পিউটারের সামনে বসেছিলেন। গুলির আওয়াজ পেতেই জানলায় দাঁড়িয়ে তিনি দেখেন, মাটিতে লুটিয়ে পড়েছেন তিন জন। বন্দুকবাজ নৌবাহিনীর পোশাক পরেছিল। এলোপাথাড়ি গুলি চালানোর পর সে নিজের মাথায় গুলি করে ঘটনাস্থলেই আত্মঘাতী হয়।
উল্লেখ্য, পার্ল হারবারের ইতিহাসে সব থেকে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের অতর্কিত হামলায় এই বন্দরে প্রাণ হারিয়েছিলেন দু’হাজারের বেশি মানুষজন। সেই ঘটনার ৭৮তম বর্ষপূর্তির ৭২ ঘণ্টা আগেই ফের হামলা চালালো বন্দুকবাজ।