বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। বছরটা আমরা ক্রিকেট দিয়েই শুরু করব। আর সেজন্য বিপিএলের আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে। লিগের নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল।’ জানা যায়, বিপিএলের আগামী আসরে কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে না। যে যে দল আছে তারা সেই নামেই খেলবে। কিন্তু বিপিএল হবে বিসিবির নিজস্ব অর্থায়নে। দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক এবং থাকা-খাওয়ার সব খরচ বিসিবি বহন করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন দাবি-দাওয়া আছে। সেগুলো সঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের বনিবনা হচ্ছে না। সেজন্য বিপিএলের আগামী আসর বিসিবির নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’