সংশোধিত নাগরিকত্ব আইন আর নাগরিকপঞ্জি নিয়ে ভারতের পদক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সিএএ বা এনআরসি করার কোনও যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। তবে এবার তিনি বুঝিয়ে দিলেন ভারতের সঙ্গে তাদের সম্পর্কে কোনও চিড় ধরেনি।
আগামী ১৭ মার্চ ঢাকায় শুরু হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর উদযাপন। এই উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারি আধিকারিকরা জানান, সব দিক ঠিক থাকলে অনুষ্ঠানের একদিন আগেই ঢাকায় পৌঁছে যাবেন মোদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধান বক্তা হবেন তিনিই। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। উল্লেখ্য, এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ক্রিকেট সিরিজেরও আয়োজন করা হয়েছে। ঢাকায় দু’টি ম্যাচের ওই সিরিজে মুখোমুখি হবে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশ।
