বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে ‘হাউজফুল ফোর’

‘হাউজফুল ফোর’ বলিউডের সবচেয়ে বড় বাজেটের কমেডি সিনেমা। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তিন দিনেই এটি আয় করে নিয়েছে অর্ধশত কোটি রুপি। শুক্রবার (২৫ অক্টোবর) সিনেমাটি মুক্তির প্রথম দিন ১৯ কোটি ৮ লাখ রুপি আর বাকি দু’দিন আয় করেছে ৩৭ কোটি ৮৯ লাখ রুপি। মুক্তির তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৯ লাখ রুপিতে। ‘হাউজফুল ফোর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-অক্ষয় কুমার, পূজা হেগড়ে, রিতেশ দেশমুখ, ববি দেওল ও কৃতী সানোন প্রমুখ। রিইনকারনেশন ড্রামা অর্থাৎ পুনর্জন্মের কাহিনী নিয়ে এটি নির্মিত হয়েছে । সিনেমায় অক্ষয়সহ চরিত্রগুলোর দুটো রূপ রয়েছে। অক্ষয়ের একটা রূপ হলো ১৪১৯ সালের রাজকুমার বালা, যাকে বলা হয় ‘শয়তানের শালা’। অন্য রূপে তিনি হলেন ২০১৯ সালের লন্ডন থেকে পড়াশোনা শেষ করে ফেরা যুবক হ্যারি। হ্যারি হলেন রাজকুমার বালার পুনর্জন্ম। ঘরে ফেরার পর হ্যারির ওপর রাজকুমারের আত্মা শুরু করে উৎপীড়ন। ফরহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চাঙ্কি পাণ্ডে। আরও একটি চমকপ্রদ দৃশ্যে আবির্ভূত হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ২০১৯ সালে ‘কেশরী’ ও ‘মিশন মঙ্গল’ সিনেমার পর ‘হাউজফুল ফোর’ অক্ষয় কুমারের প্রারম্ভিক মুক্তির সর্বোচ্চ আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।