লিড নিউজ

ফের বৃষ্টির ভ্রুকূটিতে ডেঙ্গির প্রকোপের সম্ভাবনা

রোদ ঝলমলে পরিবেশে কাটল দোল–হোলি। আজও আকাশ পরিষ্কার। কিন্তু বদলে যেতে পারে আবহাওয়া। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি। শীতের দাপট কমিয়ে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। এক সপ্তাহের মধ্যে দু’দফায় দু’বার বৃষ্টি হয়ে গিয়েছে। তাপমাত্রাও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতার পাশাপাশি বেড়ে চলেছে গরম। এই পরিবেশে জল জমার অর্থই হল, ডেঙ্গির মশা এডিস ইজিপ্টাইয়ের জন্ম ও বংশবৃদ্ধির রাস্তা চওড়া হওয়া। চলতি মাসের মাঝামাঝি থেকে বারবারই বৃষ্টি হতে পারে কালবৈশাখীর কল্যাণে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর–পশ্চিম হিমালয়ে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু–কাশ্মীর সহ উত্তর–পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টির জমা জলে ডেঙ্গি মশার সুপ্ত ডিম থাকার অর্থই হল, তা থেকে লার্ভা এবং পিউপা স্তর পেরিয়ে সংক্রমিত মশা জন্মাবে ৮–১০ দিনের মাথায়। তাই সতর্কতা দরকার।’
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ জানান, এখন সারা বছরই ডেঙ্গি প্রতিরোধের কাজ করা হয়। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিকে ছ’টি অংশে ভাগ করে এমন ভাবে কাজ করা হয়, যাতে প্রতিটি জায়গা একবার পরিদর্শনের পর এক সপ্তাহের মাথায় ফের পরিদর্শন করা যায়। মশা যেহেতু এক সপ্তাহের কম সময়ে জন্মায় না, তাই ডেঙ্গি ছড়ানোর আশঙ্কা সাম্প্রতিক বৃষ্টিতে নেই।