ব্রেকিং নিউজ

ফের বন্ধ হল ইন্টারনেট

ফের আগামী ৪ মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল জম্মু–কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার বিবৃতি দিয়ে প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা ইন্টারনেট পরিষেবার অপব্যবহার করছে সীমান্তপারের সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ করতে। তাই এই নিষেধাজ্ঞার পদক্ষেপ। দেশে নাশকতামূলক কাজকর্ম ছড়ানোর চেষ্টা করছে তারা বলেও সতর্কবার্তা প্রশাসনের।
জম্মু–কাশ্মীরের মুখ্যসচিব শালিন কাবরা বলেন, এখনও কিছু সন্ত্রাসবাদমূলক কাজকর্ম চলছে। রাজ্যে অশান্তি এড়াতে আগামী কিছু দিনের জন্য উপত্যকার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ১৫ তারিখ থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বজায় থাকবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
সাধারণ মানুষের কাছে প্রশাসনকে সহায়তার আবেদন করে মুখ্যসচিব জানান, যত দ্রুত সম্ভব ইন্টারনেট পরিষেবা ফেরানোর চেষ্টা করবেন তাঁরা। উল্লেখ্য, গত বছর আগস্টে জম্মু–কাশ্মীর থেকে ৩৭৯ ধারা রদের পর থেকে সেখানে ১০০ দিনের উপর বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। পরে তা ধীরে ধীরে চালু করা হয়।