ফের পাতাল পথে সমস্যা। কলকাতার মেট্রোয় বিদ্যুৎ বিভ্রাটের জেরে শ্যামবাজারের সুড়ঙ্গে আটকে গেল একটি এসি রেক। প্রায় ১০ মিনিট ধরে আটকে থাকে মেট্রো ট্রেন। দমবন্ধ পরিস্থিতিতে আতঙ্কে কাটাতে হয় যাত্রীদের। থার্ড লাইনে বিদ্যুত্ বিভ্রাটের জেরে এই ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের দাবি। কিন্তু আতঙ্কে অনেকের শরীর খারাপ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
বুধবার নিউ গড়িয়াগামী একটি ট্রেন শ্যামবাজার স্টেশন ছাড়ার পরই সুড়ঙ্গে আটকে যায়। প্রায় ১০ মিনিট ধরে এসি রেকটি টানেলের মধ্যে আটকে থাকে। তাতেই ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ট্রেনটিকে ফের শ্যামবাজার স্টেশনে ফিরিয়ে আনা হয়। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ট্রেনটি কারশেডে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, থার্ড লাইনে বিদ্যুত্ বিভ্রাটের জেরেই এই দুর্ঘটনা। যার জেরে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে ডাউনের মেট্রো পরিষেবা। পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও অনেকে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েচেন। কেন বারবার পাতাল পথে সমস্যা হচ্ছে তা নিয়েও ওঠে প্রশ্ন। মেট্রোর ভাড়া বেড়েছে কিন্তু রক্ষণাবেক্ষণ সেই তিমিরেই পনে রয়েছে বলে যাত্রীদের অভিযোগ।