অর্থনীতি ব্রেকিং নিউজ

ফের ধস নামল শেয়ারবাজারে

করোনার জেরে ফের বিপুল ধস শেয়ারবাজারে। ২০০০–এর বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক। পাল্লা দিয়ে পড়েছে নিফটিও। মাথায় হাত বিনিয়োগকারীদের। সোমবারও সেই পরিস্থিতির বদল হল না। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই মুখ থুবড়ে পড়ে বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। কয়েক মিনিটেই সূচক এক ধাক্কায় ১৯৫০ পয়েন্ট পড়ে যায়। নিফটিও পড়ে যায় ৬১৬ পয়েন্ট।
এদিন সবচেয়ে ক্ষতির মুখ দেখেছে ইন্দাসইন্দ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, টাটা স্টিল এবং টাইটান। তাদের শেয়ার ৭.৮০% পর্যন্ত পড়েছে। নিফটিতেও প্রায় সবার স্টকই পড়েছে। তবে নিফটি মিডিয়া, মেটাল অ্যান্ড রিয়েলিটি পড়েছে ৮.১৫%। অনেকে মনে করছেন, করোনা আতঙ্ক ছায়া ফেলছে বাজারেও। লগ্নি করতে ভয় পাচ্ছেন লগ্নিকারীরা। তার জেরেই ধুঁকছে শেয়ারবাজার।
সারা বিশ্বেই সোমবার ইকুইটি বাজারেও বিশাল ঘাটতি হয়েছে। আমেরিকা এবং নিউজিল্যান্ড তাদের ইকুইটির হারে কাটছাঁট করায় এবং বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে প্রায় ৪.‌৫ শতাংশ মুখ থুবড়ে পড়েছে ইকুইটি বাজার। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনওরকম আগাম সূচনা ছাড়াই ব্যাঙ্ক রেট কমিয়েছে। তার ফলেই এমন বিপত্তি বাজারে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।