টানা ৩৬ ঘণ্টা গুলির লড়াই শেষে নিকেশ হল দুই জঙ্গি। টানটান উত্তেজনা তৈরি হল উপত্যকা জুড়ে। আর প্রশ্ন উঠতে শুরু করল ৩৭০ ধারা বিলোপের পর সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারছে কী? কারণ সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নাগাড়ে সীমান্তের ওপার থেকে গুলি চালালো পাকিস্তানের সেনা। মঙ্গলবার সকাল থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর দফায় দফায় গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা।
মঙ্গলবার সকালে জম্মু–কাশ্মীরের গান্ডেরবাল জেলার জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে জঙ্গি। বেলার দিকে নিকেশ হয় জঙ্গিরা। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম। এর আগে গত ২৮ সেপ্টেম্বর, এই জেলাতেই আর একটি সেনা–জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছিল তিন জঙ্গি। ফলে গত কয়েকদিনে গান্ডেরবালে মোট পাঁচজন জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু–কাশ্মীরের শাহপুর এবং কিরণির সীমান্ত লাগোয়া অঞ্চলে সকাল থেকেই সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। সেনাবাহিনী সূত্রে খবর, মঙ্গলবার নিকেশ হওয়া দুই জঙ্গিই পাকিস্তানের নাগরিক। এদিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ গুলি এবং শেল ছুঁড়তে থাকে পাক সেনা। তৎক্ষণাৎ কড়া ভাষায় জবাব দিয়েছে সেনাবাহিনী।
