একেই বোধহয় বলে একমঞ্চে যুযুধান পক্ষ। লোকসভা ভোটের আগে দলের প্রচারে ১৮ বার এই রাজ্যে এসেছিলেন। কিন্তু ২৩ মে ফল প্রকাশের পর আর আসেননি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম শহরে আসছেন তিনি। তাও আবার এমন একটা সময়ে যখন কলকাতা তো বটেই গোটা রাজ্য নাগরিকত্ব সংশোধিত আইনের আন্দোলনে মুখরিত। তবে এসবের বাইরে যে খবরটি বিশেষ তাৎপর্যপূর্ণ তা হল, পোর্ট ট্রাস্টের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় একমঞ্চে থাকতে চলেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এটা নিছকই সরকারি অনুষ্ঠান।
সরকারি সূত্রে খবর, ১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন মোদী–মমতা। এনআরসি, সিএএ নিয়ে জোরদার আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে স্থগিত করেছেন এনপিআর। এনআরসি–সিএএ বিরোধী মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। সেটা ভালভাবেই জানেন প্রধানমন্ত্রী। ঠিক এমন সময়েই মোদী–মমতা একমঞ্চে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। যেখানে আজ সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত মালদহে হতে পারে সভা। যদিও সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া ইস্ট–ওয়েস্ট মেট্রো, রাজারহাটে ক্যান্সার হাসপাতালের উদ্বোধনও করতে পারেন মোদী। তাই অনেকেই বলছেন, আবার হবে তো দেখা, এদেখাই শেষ দেখা নয় তো!