আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে ট্রাম্প ভারত সফরে?‌

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে‌ সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষে ভারত সফরে আসার কথা তাঁর। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষে ট্রাম্প যাতে নয়াদিল্লি আসেন, তার জন্য ওয়াশিংটনে গিয়ে দ্বিপাক্ষিক ‘টু প্লাস টু’ বৈঠকের ফাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ট্রাম্পের নিরাপত্তা–সহ অন্যান্য বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই সপ্তাহেই দিল্লিতে আসতে পারেন বলে খবর। তখনই ট্রাম্পের সফরসূচির ব্যাপারে চূড়ান্ত খবর পাওয়া যাবে। এখন ইরানের সঙ্গে সমস্যা চলছে আমেরিকার। তার ওপর উত্তর কোরিয়াও কথা শুনছে না। এই পরিস্থিতিতে ভারত কতটা পাশে থাকবে তা জানতেই এই সফর বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। দু’দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে ট্রাম্পের সফর নিয়ে। এখনও পারস্পরিক সুবিধাজনক তারিখ পাওয়া যায়নি।
২০১৯ সালের নভেম্বর মাসে এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘উনি (নরেন্দ্র মোদী) চান, আমি ভারতে যাই। কোনও একটা সময়ে ভারতে যাওয়ার কথা ভাবছি।’‌ জানা গিয়েছে, ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি সেই আমন্ত্রণ রাখতে পারছেন বলে জানিয়ে দিয়েছেন। পরিবর্তে ফেব্রুয়ারির শেষের কয়েকটা দিনই এই সফরের জন্য নির্দিষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, নয়া নাগরিকত্ব আইনকে ঘিরে দেশজোড়া ক্ষোভের মধ্যে সমালোচনার সুর শোনা গিয়েছে মার্কিন কংগ্রেসের পক্ষেও। সাউথ ব্লকের প্রয়োজন, দিল্লির মাটিতে ভারত–মার্কিন শীর্ষ পর্যায়ের মৈত্রীর ছবি। আমেরিকার সঙ্গে সুবিধাজনক শর্তে বাণিজ্যচুক্তি করার জন্যও গত প্রায় একবছর ধরে চেষ্টা করছে ভারত। পাকিস্তান কাঁটা সামাল দেওয়া, আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়িয়ে বাণিজ্য এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করা, চীনের একাধিপত্য কমানোর মতো বিষয়ে এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে ভারত। গত ৭ জানুয়ারি মোদি–ট্রাম্পের মধ্যে ফোনালাপের মধ্যেই এই সফরের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বিদায়ী দূত হর্ষবর্ধন শ্রিংলাও দিল্লির ফিরে আসার আগে ট্রাম্পের সঙ্গে দেখা করে এই সফরের ব্যাপারে কথাবার্তা বলে এসেছেন।