আরও খানিকটা স্বাভাবিক হল জম্মু–কাশ্মীর। পোস্ট পেইডের পর এবার প্রিপেইড মোবাইল ব্যবহারকারীরা এসএমএস এবং ভয়েসকলের পরিষেবা পাবেন। ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা পেয়েছে। জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই সেখানে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।
উল্লেখ্য, কিছুদিন আগেই কাশ্মীর উপত্যকার অধিকাংশ এলাকায় পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু করা হয়। এবার সেইসব এলাকাতে স্থানীয়রা প্রিপেইড পরিষেবা পাবেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। এমনকী ৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী তুলে নেওয়া হয়। সরকারি হাসপাতালে ইন্টারনেট পরিষেবা চালু মধ্যে দিয়েই স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা বলে মনে করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের প্রধান সচিব রোহিত কানসাল জানান, সবদিক ভালভাবে পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ এদিন ঘোষণা করেছে, জম্মু ও কাশ্মীরের অধিকাংশ এলাকায় ভয়েস কল ও এসএমএস পরিষেবা পাবেন। মোবাইল ইন্টারনেট এখনও স্থগিত রাখা হয়েছে বুদগাম, গাণ্ডেরবাল, বারামুলা, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ, সোপিয়ান এবং পুলওয়ামাতে।
