ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষ দলগুলো। প্রথমে হংকং, পরে ভারত ও নেপালকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ইমার্জিং দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছেন সৌম্য-শান্তরা। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগার ইমার্জিং দল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ ইমার্জিং দল। এরপর পেসার হাসান মাহমুদের তোপে পড়ে আফগানিস্তান ইমার্জিং দল। তিনি টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে শুরুতেই তুলে নেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে আফগানিস্তান।বাংলাদেশ ইমার্জিং দলের পেসার হাসান মাহমুদ ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ৩ উইকেট। সৌম্য ব্যাটিংয়ের আগে বোলিংয়ে জাদু দেখান। তিনি ১০ ওভার হাত ঘুরান এ ম্যাচে। নেন ৩ উইকেট। এছাড়া তানভির ইসলাম দুই উইকেট দখল করেন। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শনিবার বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হবে।