রাজ্য

পেঁয়াজ নিয়ে সরকারকে তুলোধনা করলেন অধীর

পেঁয়াজ নিয়ে জোর তরজা হল শাসক–বিরোধীদের মধ্যে। কড়া ভাষায় লোকসভায় দাঁড়িয়ে সওয়াল করলেন বাংলার কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। ‘‌বাজারে আগুন লেগে গিয়েছে। এক কেজি পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি।’‌ এমনই দাবিতে সোচ্চার হলেন তিনি। সারা দেশে যখন আমজনতা রান্নাঘরের এই অতি আবশ্যক সবজিটি কিনতে হিমশিম খাচ্ছেন, কেন্দ্র কেন অবস্থা মোকাবিলায় পদক্ষেপ না?‌ জানতে চান অধীর। তিনি বলেন, ‘এক কিলো পেঁয়াজ উৎপাদন করতে ৮–৯ টাকা খরচ হয় একজন কৃষকের। তাঁদের কী হচ্ছে?‌ ‌প্রধানমন্ত্রী বরাবরই দাবি করেছেন, আমি নিজে ঘুষ খাব না, আর কাউকে খেতেও দেব না। প্রধানমন্ত্রী খান আমি সেকথা বলছি না। কিন্তু পেঁয়াজ কিনতে গিয়ে দেশবাসীর পকেট খালি হয়ে যাচ্ছে।’
দ্বিতীয় বিতর্ক সৃষ্টি করেছেন অধীর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ‘নির্বলা’ বলে। আইনের সংশোধন নিয়ে আলোচনায় অর্থমন্ত্রীকে ‘নির্বলা’ বলেন অধীর। জবাব দেন নির্মলাও। বলেন, ‘আমরা সকলেই সবলা।’ অধীরের পাল্টা মন্তব্য, ‘আপনাকে সম্মান করি। কিন্তু আপনি যা বলতে চান, তা বলতে পারেন না। কেউ শিখিয়ে দেন।’ তখন কটাক্ষ করে বিজেপি বলতে থাকে, অধীরের চিকিৎসা প্রয়োজন। ‌
‌এদিন সকালেই সংসদ চত্বরে পেঁয়াজের দাম নিয়ে সরকারকে বিঁধে আপ সাংসদ সঞ্জয় সিং পেঁয়াজের মালা পরে বিক্ষোভ দেখান। অধীরের মন্তব্যের কোনও ব্যাখ্যা দিতে না পেরে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার সন্ত্রাসের বাড়বাড়ন্তের কথা বলে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাংসদ পুণম মহাজন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির জন্য অধীরের ক্ষমাপ্রার্থনার দাবি জানান। তুমুল হইচইয়ের মধ্যেই কংগ্রেস–সহ বিরোধী সাংসদরা লোকসভা থেকে ওয়াকআউট করেন।